ময়মনসিংহ প্রতিনিধি।। শুভ শুভ শুভদিন কাজী আহাদ এর জন্মদিন।
ময়মনসিংহ সদরের ১২নং ভাবখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পনঘাগড়া গ্রামের বাসিন্দা কাজী আহাদ।
তিনি ময়মনসিংহ সদরের চূড়খাই বাজার এলাকায় ঐতিহ্যবাহী বিনোদন মূলক পার্ক প্রিয় কুঞ্জ মির্জা পার্কের ব্যবস্থাপনায় সততার সহিত দায়িত্ব পালন করছেন।
পনঘাগড়া গ্রামের ঐতিহ্যবাহী কাজী পরিবারের কাজী মোফাজ্জল হোসেনের পুত্র কাজী আহাদ।
আজকের এই দিনে পিতা-মাতার সংসার আলোকিত করে জন্ম গ্রহন করেন তিনি।
আজ তার ২৮-তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন প্রত্যাশা করেছেন পনঘাগড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার।
Leave a Reply