মফিজ উদ্দিন তালুকদার(তারাকান্দা)।। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের রূপচন্দ্রপুর এলাকা থেকে একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
তারাকান্দা উপজেলার গোপীনাথপুর গ্রামের মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ জোবায়ের হোসেন মানিক মিয়া গত ২৮/০১/২০২৪ তারিখ রাতে মানিক এর ক্রয়কৃত ও ব্যবহৃত ইয়ামাহা কোম্পানীর FAZER FI VERSION-2 মডেলের ১টি মোটরসাইকেল অত্র থানাধীন রুপচন্দ্রপুর সরকার বাড়ী সংলগ্ন বাবুল সরকারের চা-স্টলের সামনে স্ট্যান্ড করে রেখে দোকানের ভিতরে বসিয়া চা-পান করিতে থাকে।
চা-পান শেষে বাহিরে আসিয়া দেখে যে,তাহার মোটরসাইকেলটি যথাস্থানে নাই। তাহার মোটরসাইকেলটি আশেপাশে খোঁজাখুজি করিয়া কোথাও পাওয়া যায়নি। অজ্ঞাত নামা চোরেরা তাহার মোটরসাইকেলটি চুরি করিয়াছে বলে তিনি জানান। এ ব্যবহারে তারাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মোটরসাইকেল মালিক মোঃ মানিক মিয়া।
চুরি যাওয়া গাড়ীটি অন টেস্ট, যাহার চেচিস নম্বর MEIRG4442N0047941,ইঞ্জিন নম্বর হ G3J3F0572880,: B-RED, সিসিঃ 150,ওজন ১৩৭ কেজি, তৈরীর সন- ২০২২।জিপিআরএস ট্রেকিং নম্বর ০১৯০৮৮৭৮১৮০৬।
যদি গাড়িটির সন্ধান পাওয়া যায়,তাহলে ০১৯৬২ ৬২৩৮৩৪ মোবাইল নম্বরের যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন মোটরসাইকেলের মালিক মোঃ মানিক মিয়া।
Leave a Reply