মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।
ময়মনসিংহ সদরের চূড়খাই বাজার পনঘাগড়া অগ্রণী মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি)দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৬টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন কর হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালামের নেতৃত্বে প্রভাত ফেরির পর বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করার মাধ্যমে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম, সহকারী শিক্ষকগণের মধ্যে কামরুন নাহার,খাদিজা আক্তার, রোজিনা আক্তার, মাহফুজা আক্তার,জারিন তাসনিম,নজরুল ইসলাম, মামুন,জামানসহ স্কুলের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে বিদ্যালয়ের হলরুম প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আলোচনা সভা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত বিদ্যালয়ের ছাত্র অভিভাবক ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ)এর ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার বলেন,মাতৃভাষা সৃষ্টিকর্তার দান। তাই কোনো ভাষাকে অবজ্ঞা করা যাবে না। মাতৃভাষাকে ভালোবাসতে হবে,মর্যাদা দিতে হবে এবং সকল ক্ষেত্রে মাতৃভাষা চর্চায় এগিয়ে আসতে হবে। মাতৃভাষা চর্চা বা ব্যবহারে ধর্মের সঙ্গে কোনো সাংঘর্ষিকতা নেই। আসলে মাতৃভাষাকে আমাদের মননে স্থান দিতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এডভোকেট রফিকুল ইসলাম আকন্দ, মোত্তাকিনুর রহমান সুমন, আঃ মোতালেব ফকির প্রমুখসহ শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ।
শহীদ দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।
পরিশেষে এ দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply