মফিজ উদ্দিন তালুকদার।।পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে জানিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত বলেন,পরিবেশ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কেউ যদি স্থানীয় বা তথাকথিত প্রভাবশালীর দ্বারা সমস্যায় পড়েন,সে ক্ষেত্রে সরকার ওই প্রতিবেদকের সুরক্ষা নিশ্চিত করবে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষ্যে গত ৪ঠা মে শনিবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত’জলবায়ু রাজনীতির প্রেক্ষিতে ও গণমাধ্যমের ভূমিকা’শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এছাড়া এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক,জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি নুরুল ইসলাম বক্তব্য দেন।
এতে”জলবায়ু রাজনীতিতে সাংবাদিকদের ভূমিকা ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক ডঃ মোহাম্মদ লিয়াকত আলী।
Leave a Reply