মফিজ উদ্দিন তালুকদার।। এসএসসি পরীক্ষা/২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। আর এই পরীক্ষার ফলাফলে কৃতীত্ব অর্জন করেছেন এক পুলিশ কনস্টেবল।
জানা গেছে,বগুড়ার সদর ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ এ বছর কারিগরি বোর্ড থেকে কারিগরি শাখায় ১২ই মে (রবিবার) এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
আব্দুস ছামাদ ১৯৮৭ সালে অষ্টম শ্রেণি পাশ করে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরি জীবন হতে অবসরজীবন ফিরতে বাকি মাত্র ২ বছর ১০ মাস।
স্ত্রীর অনুপ্রেরণায় ৫৭ বছর বয়সে এসএসসি পাশ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
ছামাদ রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা। গত দুই মাস আগে বগুড়া পুলিশে যোগদান করেন তিনি। এর আগে পাবনার ঈশ্বরদীর ট্রাফিক বিভাগে ছিলেন। সেখানে নাটোরের লালপুরের একটি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। ঈশ্বরদী থেকে বিদ্যালয়টি কাছে হওয়ায় তার পড়ালেখা চালিয়ে যেতে সুবিধা হয়। তবে পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগেই বগুড়ায় বদলি হন তিনি।
তিনি ১৯৮৭ সালের ১০ অক্টোবর অর্থাৎ ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পান। নিম্নবিত্ত পরিবারের সন্তান সামাদের আরও দুই ভাই ও এক বোন আছেন। তাই পরিবারের হাল ধরতে সেই সময় অষ্টম শ্রেণি পাশ করেই তিনি পুলিশে যোগদান করেন। পরে কর্মস্থলের বাস্তবতায় আর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ হয়নি। তবে চাকরির শেষ সময়ে এসে স্ত্রীর অনুপ্রেরণায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সহিত উত্তীর্ণ হন আঃ ছামাদ।
Leave a Reply