মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।এবছর ২০২৪ সনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ডাঃ আবুল কালামের পুত্র মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল।
ফয়সাল এবছর চূড়খাই সানরাইজ আইডিয়াল স্কুল হতে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন।
জানা গেছে,আবুল কালাম ও মনোয়ারা খাতুন দম্পতির পুত্র আল ফয়সাল।ফয়সালের পিতা আবুল কালাম ছাত্র জীবনে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৯৪ সালে চূড়খাই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয় হতে ষ্টার মার্ক পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
১৯৯৬ সালে সরকারি বানিজ্যিক মহাবিদ্যালয় হতে ইংরেজি সেক্রেটারিয়েল সাইন্স হতে প্রথম বিভাগে মেধা তালিকায় ৭ম স্থান অধিকার করে উত্তীর্ণ হন।
বর্তমানে তিনি অগ্রনী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আল-ফয়সাল ফার্মেসীর স্বত্বাধিকারী তিনি,যাহা তার ছোট ভাই সেজান মাহমুদ বিল্লাল পরিচালনা করেন।
ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক আবুল কালাম মাস্টার তাহার পুত্র মোঃ আব্দুল্লাহ আল ফয়সালের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
ফয়সালের এ কৃতিত্বে সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
ফয়সাল বলেন,আমার এই ভালো ফলাফলের পেছনে আমার পিতা-মাতা এবং আমার বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। তাই পিতা-মাতার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমি চির ঋণি । আমি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।
তিনি আরো বলেন,সকলের নিকট দোয়া চাই,লেখাপড়া শেষ করে, আমি যেন একদিন ভালো মানুষের মতো মানুষ হতে পারি।
Leave a Reply