“একশো চিতা জ্বলুক তোমার বুকে”
কবি-মোহিত উর রহমান শান্ত
।।
তুমি
ধূপ হও ভস্ম হও
পুড়ে যাওয়ার কষ্ট হও
নিরাশ হয়ে বিরাগ হও
রক্ত ঝরার গল্প হও
বজ্র হও বিনাশ হও
প্রলয়ের বসত হও
ভ্রষ্ট হও নষ্ট হও
মাতমে মত্ত হও
তুমি চিৎকার শেষে গোঙানি হও
নীলিমা গিলে নীল হও
শেষমেষ
ঘরে ফেরার গল্প হও
নষ্ট কবির পথ্য হও।
(মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা মুহিত উর রহমান শান্ত সাহেবের লেখা কবিতা “একশো চিতা জ্বলুক তোমার বুকে” দৈনিক স্বাধীন বাংলার সংবাদ পত্রিকায় প্রকাশ করেন সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার ০১৭২৯-৪১৪৪৯১
Leave a Reply