মফিজ উদ্দিন তালুকদার(তারাকান্দা):
ময়মনসিংহের তারাকান্দায় দৈনিক মানবজমিনের প্রতিনিধি ও তারাকান্দা প্রেস ক্লাবের সভাপতি রফিক বিশ্বাসের নিকট চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয় কৃষি ব্যাংকের কথিত দালাল বছির উদ্দিন ওরফে বইচ্ছা (৫৫)।
বুধবার রাত ৯টায় উপজেলার গোয়াতলা শশার বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে,রফিক উপজেলা সদর থেকে অটোরিকশা যোগে গোয়াতলা শষার বাজারে যাওয়ার পর,কৃষি ব্যাংকের কথিত দালাল বছির গালিগালাজ করতে করতে রফিক বিশ্বাসের কাছে এসে চাঁদা দাবি করে এবং হত্যার হুমকি দিয়ে বলে কৃষি ব্যাংকের রিপোর্ট করায় তার ক্ষতি হয়েছে। চাঁদা না দিলে জায়গায় দাঁড় করিয়ে চাঁদা আদায় করে ছাড়বে।
উল্লেখ্য,গত ২১শে মার্চ’কৃষি ব্যাংকে দালালের দৌরাত্ম্য’শিরোনামসহ পরপর তিনটি সিরিজ সংবাদ প্রকাশ হয়। এ ঘটনার জের ধরে কৃষি ব্যাংকের কথিত দালাল গোয়াতলা গ্রামের বছির উদ্দিন ওরফে বইচ্ছা চাঁদা দাবি করে এবং হত্যার হুমকি দেয়।
Leave a Reply