রফিক বিশ্বাস(তারাকান্দা)।। ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনের আড়াই বছর অতিবাহিত হলেও আজো ইনডোর স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হয়নি। ফলে উপজেলা বাসী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে।
জানা গেছে,২০২২ সনের ১৯ জানুয়ারি তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি তারাকান্দা উপজেলা ৫৯ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত ভবন উদ্বোধন করেন এবং
ওইদিন থেকে আউটডোর চালু হয়।উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা,আবাসিক মেডিকেল অফিসার সহ ২৭ জন চিকিৎসক ৫ জন নার্স, স্টোর কিপার এবং অফিস স্টাফ নিয়ে আউটডোর চালু হয়। এম্বুলেন্স বরাদ্দ ও চালক পোস্টিং হয়। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে ইনডোর চালু করার মতো বেড ও যন্ত্রপাতি রয়েছে ৭ নার্সের পদ থাকলেও কর্মরত রয়েছেন ৫ জন তার মধ্যে মাতৃত্বকালীন ছুটিতে আছেন একজন আউটসোর্সিং ১৪ জস কর্মচারী সহ অফিস স্টাফ রয়েছ। এ বছর এক্সরে মেশিন স্থাপন সহ টেকনিশিয়ান যোগদান করেন এবং এ বছর উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবা চালু হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও শূন্য পদে চিকিৎসক ও নার্স পোস্টিং হলে ইনডোর চালু করা সম্ভব বলে সংশ্লিষ্ট দপ্তরের একাধিক সূত্র জানিয়েছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ময়মনসিংহ ব্রীজ মোড় থেকে ফুলপুর উপজেলা মধ্যবর্তী স্থানে ময়মনসিংহ -শেরপুর-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। এ আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস ট্রাক সিএনজি সহ বারি ও হালকা যানবাহন চলাচল করে।
এই গুরুত্বপূর্ণ সড়কের প্রায়ই দূর্ঘটনা হতাহতের ঘটনা ঘটে।
আহতদের জরুরি চিকিৎসার জন্য ১০কিঃ মিঃ দূরত্ব ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স বা ২২ কিঃমিঃদূরত্ব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হয় । অনেক সময় যানযটের কারণে রোগী হাসপাতালে নেওয়ার পূর্বে পথে মৃত্যুবরণ করে।
তারাকান্দা উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডাঃ ফরায়জী মোঃ মাহবুবুল আলম জানান,চিকিৎসক ও নার্সের শূন্য পদ পূরণ হলে এবং ইনডোর চালু করার যন্ত্রপাতি বরাদ্দ হলে ইনডোর চালু করা সম্ভব।
তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইনডোর চালু করার জন্য প্রধানমন্ত্রী,স্বাস্থ্যমন্ত্রী ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সংসদীয় কমিউনিকেশন সভাপতি শরিফ আহম্মেদ এমপি’র হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলাবাসী।
Leave a Reply