মফিজ উদ্দিন তালুকদার(তারাকান্দা):
ময়মনসিংহের তারাকান্দায় ব্রীজের নীচ থেকে আকলিমা(৪৫)নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আকলিমা ময়মনসিংহ সদর উপজেলার চর-ঈশ্বরদীয়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের স্ত্রী।
১২ আগষ্ট(সোমবার)বিকাল ৪ টায় কাকনী ইউনিয়নের বগীরপাড়া নামকস্থানে ব্রীজের নীচ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ।
তারাকান্দা থানায় নিহত আকলিমার লাশ সনাক্ত করতে আসা ছোট বোন জামাই আল-আমিন জানান,প্রায়ই বাড়ী থেকে নিখোঁজ হয়ে যেত আকলিমা।গত শনিবার আকলিমা তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামে বাবার বাড়ী বেড়াতে আসে।শনিবার থেকেই নিখোঁজ ছিলো আকলিমা।আকলিমা মাসকান্দা গ্রামের মৃত আঃ রশিদের কন্যা।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো.ওয়াজেদ আলী জানান,দুপুর ২ টায় ব্রীজের নীচে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।সেই সংবাদের ভিত্তিতে নিজে উপস্থিত থেকে লাশটি তুলে থানা হেফাজতে নিয়ে আসি।
Leave a Reply