ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক পরিবারকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশী মাদক ব্যবসায়ী সুরুজ আলী ও তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী হাজেরা খাতুনগংদের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার(১৫ আগস্ট) দুপুর ১টায় ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের চুরখাই পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন,আরটিভির সাংবাদিক গোলাম মোস্তফার বাবা মো. মোখলেছুর ও মা আনিছা খাতুন।
অভিযুক্তরা হলেন,একই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মো. চাঁন মিয়া ও মো. সুরুজ আলী (৫৫) এবং মো. চাঁন মিয়ার ছেলে মো.জুয়েল রানা (৩০) ও মো. সিরাজ আলী (৪০)।
অভিযোগ সুত্রে জানা গেছে,সাংবাদিক গোলাম মোস্তফা দুঃখু মিয়ার পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে ঝগড়া বিরোধ চলছিল অভিযুক্তদের।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক দুঃখু মিয়ার বাবার ক্রয়কৃত জমি দখলে নেয়ার চেষ্টা করে ও তার বাবা-মাকে খুন করার হুমকি দেন অভিযুক্তরা। এ সময় ভুক্তভোগীরা ভয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।
ভুক্তভোগী মোখলেছুর বলেন,ময়মনসিংহ সদরের চূড়খাই মৌজাস্থিত জেএলনং ১২৮,আরওআর খতিয়ান নং ৩১৮,আরওআর দাগ নং ২৩৫ আমার পিতা নজর আলী সাহেবের নামে বিগত আরওআর রেকর্ড লিপিবদ্ধ করাইয়া ভোগ দখলে থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। কিন্তু উক্ত ভূমি প্রতারণা করে সুরুজ আলী গংদের নামে বিআরএস রেকর্ড করিয়ে নেন। পরবর্তীতে সুরুজ আলী, আঃ কাদের,আপেল মিয়ার নিকট হতে ৮/০৭/১৯ তারিখে রেজিষ্ট্রিকৃত ৮১৮৩ নং সাফকাওলা দলিল মুলে ক্রয় করি। কিন্তু কিছু দিন পর জমির নকল তুলে জানতে পারি জমির মালিকানাসহ খতিয়ান ও চৌহুদ্দি সবই ঠিক আছে কিন্তু ভুল বশত জমির ৬২২ নং দাগের স্থলে ৬২৮ নং দাগে রেজিস্ট্রি হয়েছে । আমি পড়ালেখা জানিনা। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের ভূল সংশোধনী দলিল রেজিষ্ট্রি করে দিতে বললে, তারা ভূল সংশোধনী দলিল না দিয়ে বৈআইনীভাবে জমি দখলের চেষ্টা করে। বৃহস্পতিবার দুপুরে জমির গাছ কেটে ফেলে। এ সময় বাধা দিতে গেলে আমি আর আমার স্ত্রীকে খুন করে লাশ গুম করার হুমকি দেন।
তিনি আরও বলেন, আমার বড় ছেলে আরটিভির সাংবাদিক। সে বর্তমানে ইউরোপের দেশ চেক রিপাবলিকের মেনডেল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। আমার ছেলে বিদেশে পড়তে যাওয়ার পর থেকে অভিযুক্তরা প্রায় আমাদের হুমকি দিয়ে থাকেন। আর বলে তোর ছেলে দেশে নাই। দেখি তোদের জায়গা আর তোদেরকে কে রক্ষা করে।
ভুক্তভোগীর ছেলে সাংবাদিক মো. গোলাম মোস্তফা (দুঃখু) বলেন, আমি দেশের বাইরে পড়ালেখা করতে আসছি। এই সুযোগে চাঁন মিয়ার ছেলে মো. জুয়েল রানা (৩০), মো. সিরাজ আলী আমাদের ক্রয় করা জমি দখলের চেষ্টা করে। আমার বাবা-মা বাধা দিলে খুন করে লাশ গুম করার হুমকি দেন।
তিনি আরও বলেন, আমি আমার পরিবার নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এলাকাবাসী জানায়, ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের পাড়ের বাসিন্দা মাদক সম্রাজ্ঞী হাজেরা খাতুন ও তাহার পুত্র চোর সুমন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে পুলিশের মাদক বিরোধী অভিযানে নিহত হয়। পরবর্তীতে হাজেরা খাতুন সুরুজ আলী ড্রাইভারের নিকট বেশ কিছু বছর পুর্বে দ্বিতীয় বিয়ে হয়। বর্তমানে তাদের আতংকে নিরাপত্তাহীনতায় ভোগছে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার।
এব্যাপারে ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাইন উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply