ভাল নেই তুমি
আইরিন আক্তার
আমার রুটিনময় সময় যখন
খুব! খুব বেশি অস্থির হয়ে উঠে
গহীন গভীর অন্তর আত্নায় বুঝি
বাঁধা অতিক্রম করে যাই ছুটে।
তুমি ভালো নেই
সে যে কি যন্ত্রণা হয়
আমার দেওয়া কষ্টেই তো জর্জরিত
সইতে না পার যদি! ভয়
তোমার মঙ্গল আশীর্বাদই
আমার উদিত প্রভাত
দিন ষষ্ঠ আউলিয়ায় পঞ্চমুখর
অন্ধকারে তেজি হয় এক-এক রাত।
ভোরের শিশির সূর্যদয়ে
বিলীন হয়
আমি তো চোখের সাগরে ভাসা
অশ্রু তে নিমজ্জিত।
*** তারিখঃ ০৭-১২-২০২৪ইং***
Leave a Reply