মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। ময়মনসিংহের তারাকান্দায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে।মানবাধিকার রক্ষা ও দূর্নীতি প্রতিরোধ নাগরিক কমিটি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন এবং
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ
তারাকান্দা উপজেলা শাখার যৌথ আয়োজনে মঙ্গলবার ১০ই ডিসেম্বর তারাকান্দা বাসস্ট্যান্ডে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকাল ৪টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার রক্ষা ও দুর্নীতি প্রতিরোধ নাগরিক কমিটি, তারাকান্দা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ড. মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি”র প্রথম যুগ্ম-আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান, বিএনপি নেতা আঃ মালেক আর্মি, বিএনপি নেতা আবুল কালাম আজাদ,
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার রক্ষা ও দুর্নীতি প্রতিরোধ নাগরিক কমিটি তারাকান্দা উপজেলা শাখার কার্যকরী সভাপতি জননেতা মোঃ সাইদুল ইসলাম মন্ডল,অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন মোঃ রাকিব তালুকদার।
এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন সংগঠনের মানবাধিকার কর্মীগণ,জেলা বিএনপির সদস্য বৃন্দ,উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Leave a Reply