মফিজউদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।ময়মনসিংহ সদরের চূড়খাই বাজার পনঘাগড়া অগ্রণী মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আলোচনা সভা ও বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৬ই ডিসেম্বর সোমবার ভোরে অত্র বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণের পর বিদ্যালয় প্রাঙ্গনে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মহান বিজয় দিবসের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল্লাহ শহিদ তার বক্তব্যে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
বিজয়ের এ মাসে শ্রদ্ধাবনত চিত্তে তিনি স্বরণ করেন-শহীদ মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,বীরমুক্তি সেনা,ত্রিশ লাখ শহীদ,দুই লক্ষ নির্যাতিতা মা-বোনসহ মুক্তিকামী নাগরিকদের যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের স্বরণ করে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন এবং মুক্তিযোদ্ধের প্রতি উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার কল্যাণে কাজ করে যেতে সকলকে আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এডভোকেট রফিকুল ইসলাম আকন্দ, আঃ মোতালেব ফকির,সেজান মাহমুদ বিল্লাল প্রমুখসহ শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ।
এ দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবসের রচনা প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তি করা হয়।
পরিশেষে এ দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
Leave a Reply